দীর্ঘ একচল্লিশ বছর পর দেখা মিল্ল দুই বন্ধুর কুমিল্লায়
নিজস্ব প্রতিবেদক ঃ শাহজালাল ভুঁইয়া সজিব
দীর্ঘ একচল্লিশ বছর পর দেখা হলো কানাডা প্রবাসী দক্ষিণ চর্থার কৃতি সন্তান ডক্টর রেজাউল করিম ছিদ্দিকী জর্জ এর সাথে
কুমিল্লার আরেক বাল্য কালের বন্ধু বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মীর শওকত হোসেন এর সাথে
মীর শওগত হোসেন বর্তমানে কুমিল্লা জেলা প্রশাসক কার্যলয়ে জোনাল সেটেলমেন্ট অফিসার ( যুগ্ম সচিব) পদে কুমিল্লা জোন এ আছেন
ডক্টর রেজাউল করিম ছিদ্দিকী বিসিএস ক্যাডার (প্রশাসন) শেষ করে কানাডায় পাড়ি জমান সেখানে তিনি বর্তমানে কানাডার আদালতে জজ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, ( কানাডিয়ান সিটিজেন)
তিনি সহপরিবার নিয়ে কিছু দিনের জন্য বাংলাদেশে আসেন
সেই সুবাদে ওনার বন্ধু বান্ধব সুভাকাংক্ষী শশুর বাড়ি ও আত্মাীয় স্বজনদের সাথে দেখা করেন এবং ডক্টর রেজাউল করিম ছিদ্দিকীর ছোট ভাই মাসুদ করিম ছিদ্দিকীর সাথে দেখা করেন, মাসুদ করিম ছিদ্দিকী বর্তমানে যমুনা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন
দীর্ঘ আলাপচারিতায় শেষে কুমিল্লা ডি সি অফিসে মুখরোচক খাওয়া দাওয়া হয় এক সাথে বেঁচে থাকুক বন্ধুত্ব বেঁচে থাকুক ভালোবাসা