ভয়েজ আর্টিস্ট রাকিবুল কবির খুবই ব্যস্ততার মধ্যে সময় পার করছেন
বিনোদন রিপোর্টার:
ব্যস্ত সময় পার করছেন ভয়েজ আর্টিস্ট রাকিবুল কবির। ডকুমেন্টারি ও বিজ্ঞাপনের ভোকাল কন্ঠ দিয়ে খুবই ব্যস্ততার মধ্যে সময় পার করছেন তিনি। রাকিবুল কবির ২০০২ সাল থেকে টেলিভিশন মিডিয়ার সাথেই আছেন। তবে তিনি ক্যমেরার পেছনে থেকে কাজ করেছেন। তিনি দুটি নাটকেও অভিনয় করেছেন। তার মধ্যে তন্ময় তানসেন পরিচালিত তোমায় দিলাম পৃথিবী এ নাটকের ফাইটিং দৃশ্যে। ২০১৪ সালে চলচ্চিত্র পরিচালক মামুন খান পরিচালিত আইলাভ ইউ প্রিয়া ছায়াছবির টেইলরে ভয়েজ দিয়েই শুরু হয় তার অডিও জগত। এ পর্যন্ত অসংখ্য ডকুমেন্টারি ও বিভিন্ন অডিও বিজ্ঞাপনে ভয়েজ দিয়েছেন তিনি।
তার জন্ম শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায়। স্বপ্ন ছিল একজন ক্রীড়া ধারাভাষ্যকার হবেন। কিন্তু সে স্বপ্ন পুরন না হওয়ায় তিনি হতাস হননি। তবে কন্ঠকে প্রতিষ্ঠিত করবেন বলেই আত্মবিশ্বাস ছিল প্রবল। পরিচালক মামুন খানের হাতধরেই প্রথম ভয়েজ আর্টিস্ট হিসেবে সফল হন তিনি। তারপর থেকেই পেছনে ফিরে তাকাননি তিনি। অসংখ্য রেকর্ডিং স্টুডিওতে কাজকরাও সুযোগ পেয়েছেন। জীবনের শুরুতে বাউল রেকর্ডিং স্টুডিওতে কাজ করেছেন। এছাড়াও শ্রুতি রেকর্ডিং স্টুডিও সহ অসংখ্য স্টুডিওতে কাজকরার ভাগ্য হয়েছিল তার।
তিনি ভবিষ্যতে আরও সফলতার জন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।