কুমিল্লা সাবেক -৯ আসন পুনর্বহালের দাবিতে উত্তাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক।
মুহামমদ আহসান উল্যাহ(কুমিল্লা) :-
“ তুর খসড়া তুই নে, আমার ঠিকানা ফিরিয়ে দে”—এমন শ্লোগানে বুধবার (৬ আগস্ট ২০২৫ ) বিকেলে উত্তাল হয়ে ওঠে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড। কুমিল্লা সাবেক -০৯ (সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ উপজেলার ১৯–২৭ নং ওয়ার্ড এবং নবগঠিত লালমাই উপজেলা) সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে হাজারো মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেমে এসে এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন
এই সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক এডভোকেট মুহম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে একাধিক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিশিষ্ট সমাজসেবক জহিরুল হক চৌধুরী বলেন, “এই আন্দোলন শুধু একটি আসনের জন্য নয়—এটা আমাদের অস্তিত্বের লড়াই।”
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মো. আমান উল্লাহ আমান,মো. ইউসুফ আলী মীর পিন্টু,সদর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী,সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল মজুমদার,হানিফ মিয়া,সোহেল মজুমদার,
দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য নাজমুল হাসান রনি,ছাত্রদল সমন্বয়ক নূর মোহাম্মদ।
তারা বলেন, “এই খসড়া বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। আমরা আমাদের নির্বাচনী অধিকার থেকে এক চুলও পিছপা হব না।”