1. admin@songbadsaradesh.com : songbad :
প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা গ্রহনের এক বছর - সংবাদ সারাদেশ
৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ২:০০|
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি বরুড়ায় স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার মুকুন্দপুরে অগ্নিকান্ডে গবাদিপশু ও বসতঘর পুরে ছাই বরুড়ায় সেচ্ছাসেবীদের মিলনমেলা শরীয়তপুরে মিয়া নুরুদ্দিন অপুর জন্মদিন পালন করলেন নুরুজ্জামান বেপারী সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ ,ফ্যাসিস্টের দোসররা জামায়াতকে কলুষিত করতে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে —মাওলানা হাবিবুর রহমান দেবীদ্বারে আট সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা!মোবাইল- ক্যামেরা ছিনতাই, ১২ জন আহত না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি জসিম উদ্দিন লালমাইতে মেম্বাররা ভাতা থেকে বঞ্চিত, জবাব দিতে পারেন নাই চেয়ারম্যান, দু:খজনক বললেন ইউএনও….. পর্ব -১ সন্ত্রাসীদের হামলায় বগুড়ায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে তারেক রহমান

প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা গ্রহনের এক বছর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪ টাইম ভিউ

প্রফেসর ড.মোহাম্মদ ইউনুসের ক্ষমতা গ্রহণের একবছর

ড.মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ,সিপিএ
_________________________________
আজ থেকে এক বছর আগে ৮ আগস্ট ২০২৪ইং একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদের প্রধান (প্রধান উপদেষ্টা পদে) হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।
এই একবছরের শাসনামলে বাংলাদেশের তেমন কোন উল্লেখযোগ্য সাফল্য পরিলক্ষিত হয়নি বলে ইতোমধ্যে অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসছে।
নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনায় আলজাজিরা সহ অন্যান্য আন্তর্জাতিক গনমাধ্যমের এই খবরগুলোকে অস্বীকার করা যায়না-
১.দুই-এক জন বাদে ওনার পরিষদে যাঁদের উপদেষ্টা করা হয়েছে তাদের কেউই ভালো কাজ করে মানুষের আস্হা অর্জন করতে পারেননি।
২. তেমন কোন অগ্রগতি না হলেও সংস্কারের নামে রাষ্ট্রীয় অর্থের অপচয় করা হয়েছে।
৩. বিভিন্ন অন‍্যায‍্য ও অন‍্যায় দাবীর পরিপ্রেক্ষিতে ওনি বারবার ওনার নীতি ও সিদ্ধান্ত পরিবর্তন করেছেন যা একজন রাষ্ট্রেপ্রধান হবার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।
৪.আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি সহ পুরো আমলাতন্ত্রকে অকার্যকর করে তুলেছেন।
৫.বিচার বিভাগের উপর মানুষের আস্হা ও বিশ্বাসের চরম অবনতি হয়েছে।
৬.গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ রকম ভাবে নিজেদের আত্নপ্রচারনায় ব্যবহার করা হচ্ছে।
৭. শিক্ষা ব‍্যবস্হা সম্পূর্ণ ধংসের মুখে।স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশুনা বাদ দিয়ে অর্থসম্পদ অর্জন ও রাজনৈতিক ক্ষমতায়নে বেশীমাত্রায় আগ্রহী হয়ে উঠেছে।
৮. দেশ চালানোর চেয়ে প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ন রাজনীতির দিকে বেশী মনোযোগ দিচ্ছেন,যা ওনার মতো একজন নোবেল বিজয়ী প্রফেসরের কাছে জনগন আশা করেননি।
৯.বিগত সময়ে প্রতিটি দলের এমপি-মন্ত্রীরা তাদের আয়কর বিবরণী ও সম্পদের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।অথচ ওনি ও ওনার উপদেষ্টাদের কেউই সম্পদের হিসাব দেননি। বর্তমান সময়ে বিগত সব সরকারের চেয়ে বেশী অর্থ লোপাট হচ্ছে বলে জনগণ আশঙ্কা করছেন।
১০. আমাদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাসকে খাটো করে ওনি অত্যন্ত সুকৌশলে স্বাধীনতা বিরোধীদের সুযোগ সুবিধা দেয়ার মাধ্যমে নিজেকে প্রধান করে নতুন ইতিহাস তৈরির চেষ্টা করে চলছেন।
১১.ন‍্যায়বিচার ও বৈষম্য নিরসনের কথা বলে বিচারহীনতা ও দমনপীড়নের খারাপ নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি করে চলেছেন।
১২. বিদেশী পাসপোর্টধারী উচ্চশিক্ষিত ও তথাকথিত বুদ্ধিজীবীরদের মাধ্যমে নিজের সাফল্য প্রচারে মিথ্যা ও বানোয়াট তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করে জনগণকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে।
১৩. যাবতীয় ব‍্যর্থতাকে বিগত সব সরকারের দায় হিসেবে চাপিয়ে দিয়ে অন্যায়ভাবে নিজের সাফল্য দাবী করে চলছেন।
১৪. জনগণের নির্বাচিত প্রতিনিধি নন বলে তিনি জনগণের নিকট ন‍্যনুতম জবাবদিহিতা ও দায়বদ্ধতার প্রতি মনোযোগী নন।
১৫. নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের করমুক্তির মাধ্যমে দেশে একটি স্বাধীন ও কল্যাণমূখী কর ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্নকে দীর্ঘায়িত করে তুলেছেন।
১৬. দেশের সুপ্রতিষ্ঠিত অনেক কল-কারখানা ও ব‍্যবসা বন্ধ হয়ে গেছে।কোন নতুন কমসংস্হান হয়নি,বরং লক্ষ কর্মী ইতোমধ্যে বেকার হয়ে পড়েছেন।
সব মিলিয়ে জাতি হিসেবে আমরা নি:সন্দেহে অন্তত ২০০ বছর পিছিয়ে পড়েছি।এই মুহূর্তে যত দ্রুত সম্ভব সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একটি গনমূখী সরকার দরকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories

© All rights reserved 2024 সংবাদ সারাদেশ