সাংবাদিক সমাজ বর্তমানে কঠিন সময় অতিক্রম করেছে..!
মুহাম্মদ আহসান উল্যাহ (সাংবাদিক)
যুগ্ম মহাসচিব (বিটিএসএফ)
দেশের সাংবাদিক সমাজ বর্তমানে এক কঠিন সময় অতিক্রম করছে, সারাদেশে সাংবাদিক নির্যাতনের মহা উৎসব চলছে, কথায় কথায় মামলা- হামলা, হত্যার মত ঘটনা ঘটছে। একটি স্বাধীন দেশের চিত্র এমন হতে পারে না,। আমরা সরকারের দায়িত্বশীল নেতৃবৃন্দ কে বলবো এগুলো বন্ধ করুন,। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিন,। সাংবাদিকরা দেশের জনগণের স্বার্থে কাজ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করুন,। আর যেন কোন সাংবাদিক নির্যাতনের স্বীকার না হয়,। সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রধান টার্গেট এখন সাংবাদিক সমাজ,। সাংবাদিকদের দমন করতে পারলে তারা অনায়াসেই সকল অপকর্ম করতে পারবে।তাই রাস্ট্রের উচিত সবার আগে নিরস্ত্র সাংবাদিকদের বিশেষ নিরাপত্তার ব্যবস্হা করা,। আমরা চাই অনতিবিলম্ব সকল সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করুন।
পুলিশ প্রশাসন কে বলবো আপনারা সাংবাদিক এর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনুন,। অপরাধীদের কোন ছার দেয়া যাবে না। এরা দেশ ও সমাজের শত্রু এদের কঠোর হস্তে দমন করতে হবে।