আগামী দিনে ছাত্রশিবিরকে দেশ ও জাতীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, মাওলানা বোরহান উদ্দিন।
মু অলি উল্লাহ ইয়াছিন
স্টাফ রিপোর্টার নোয়াখালী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলার উদ্যোগে উক্ত উপজেলার ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা আবু জায়েদের সভাপতিত্বে, সেক্রেটারির মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা সাবেক দুই বারের ভাইস চেয়ারম্যান আগামী নির্বাচন নোয়াখালী -৩(বেগমগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।
তিনি বলেন, বিগত দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশ ও জাতীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আগামী নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে দেশ ও জাতীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে,
যেভাবে ছাত্ররা স্বৈরাচার থেকে ২৪ এর গণঅভ্যস্থানের মাধ্যমে জাতিকে মুক্ত করেছে, আগামী দিনেও যেকোনো ক্লান্তি লগ্নে ছাত্রশিবির কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উক্ত সমাবেশে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব নাসিমুল গণি চৌধুরী মহল
জেলা বায়তুল মাল সম্পাদক জনাব দ্ধীন মোহাম্মদ
ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি জনাব দাউদ ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী
চৌমুহনী শহর সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান
সহকারী সেক্রেটারি জনাব মোঃ নুর উদ্দিন
ছাত্র শিবির নোয়াখালী শহর প্রকাশনা সম্পাদক মোঃ মনির উত্তর জেলা সাহিত্য সম্পাদক ইয়াকুব সহ আরো উপস্থিত ছিলেন জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ।