শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সাবেক ছাত্রনেতা জসিম দেওয়ানকে আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান হাজী মিজান তালুকদারকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ নূরুল আমিন ও সাধারণ সম্পাদক মোঃ নাজিমউদ্দিন সিএসএফ (সাবেক)।
উক্ত নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সুরুজ মুন্সী, যুগ্ম আহ্বায়ক সুমন দেওয়ান, আল বেপারী, সাগর সরদার, মোফাজ্জল হোসেন, হুমায়ুন হাকিদার, দুলাল বেপারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পান্নু মোল্লা, যুগ্ম সদস্য সচিব রিদয় শিকদার, জিএম শিকদার, সদস্য সিরাজুল শিকদার, সাজিদ ফরাজি, মিজানুর মাল, লাল চান, সোহাগ বাগা, সফিক কালু, নাসির মাল, জাকির মাদবর, মেহেদী হাসান, তাইমুল ইসলাম।
শরীয়তপুর জেলা বিপ্লবী দলের সদস্য সচিব হাজী মিজান তালুকদার ১৫ সেপ্টেম্বর ২০২৫ এতথ্য নিশ্চিত করেন।