বরুড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ হারিসুর রহমান :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
শুক্রবার বিকাল ৫ টার দিকে বরুড়া বাজারের বিভিন্ন সড়কে প্রায় পাঁচ হাজার নেতা কর্মীনিয়ে
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরুড়া উপজেলা জামায়াত। মিছিলের নেতৃত্ব দেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, জামায়াত নেতা কামারুজ্জামান সোহেল,উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসেন,পৌরসভা আমির অধ্যাপক শাহজালাল প্রমুখ।