মো মহসিন, বেগমগঞ্জ, নোয়াখালী।
বাংলাদেশ জামাতে ইসলামির সহকারী সেক্রেটারি মাওলানা এ,টি,এম মাছুম বলেছেন বৈষম্য বিহীন দেশে, আগামী নির্বাচন প্রয়োজনী সংস্কার শেষে নির্বাচন করুন সংস্কার বিহীন নির্বাচন জাতি মেনে নিবে না, প্রয়োজনে জাতি আবার মাঠে নামবে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বিকালে নোয়াখালী জেলা আইনজীবি সমিতির সামনে, জেলা জামাতের আয়োজনে,জামাতের নেতা এ,টি,এম আজহার ইসলামের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
তিনি আরও বলেন দেশে সব কিছুই এখনো চলে। কেন জামায়াতের নেতা জেলে থাকবে?জামায়াতের নিবন্ধন এখনো বাতিল থাকবে? অতিদ্রুত সব সমস্যার দাবী জানান তিনি।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন এর সঞ্চালনায়,জেলা নায়েবি আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহম্মদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, নোয়াখালী ও কুমিল্লা আঞ্চলিক টিমের সূরা সদস্য মাওলানা আলাউদ্দিন, জেলা প্রচার সম্পাদক ডাক্তার বোরহান উদ্দিন, প্রচার ও মিডিয়া সহ সেক্রেটারি মোহাম্মদ আবু তাহের সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ