ফজলুল হক জয়, কুমিল্লা
ছাত্র জীবন থেকে শুরু করে অদ্যাবধি দলের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করেছেন মর্মে উল্লেখ করে একজন ত্যাগী ও নির্যাতিত নেতা হিসেবে আগামী সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার আশাবাদ শতভাগ ব্যক্ত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে ডাকসুর সাবেক সদস্য, ৯০ আন্দোলনের সাবেক ছাত্রনেতা এবং নেকসাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিএনপি নেতা ড. রশিদ আহমদ হোসাইনী বলেন, সংসদ নির্বাচনে লাকসাম- মনোহরগঞ্জের জনগণ একজন ক্লিন ইমেজের লোক চায়।যারা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে।যাদের কারণে বিএনপির সুনাম ক্ষুন্ন হচ্ছে, যারা কমিটি বাণিজ্যে লিপ্ত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ও ভোটাররা তাদেরকে চায় না। আগামী সংসদ নির্বাচনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ দলীয় হাই কমান্ডের কাছে দলীয় মনোনয়ন চেয়ে ড. রশিদ আহমদ হোসাইনী বলেন,আমার ছাত্র জীবন ও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততা একসাথে শুরু হয়েছে।আমি একদিনের জন্যও এ দল থেকে বিচ্যুত হয়নি।এ দলে আমি আবির্ভাবও হয়নি,আবিষ্কারও হয়নি।হোসাইনী বলেন,এ দল করতে গিয়ে কারা ভোগ সহ বহু নির্যাতন-জুলুমের শিকার হয়েছি তারপরও দল ছেড়ে দেইনি।
তিনি বলেন,এ দল করতে গিয়ে আমার ব্যবসা-বাণিজ্য অনেক ক্ষতির সম্মুখীন হয়েছ।কোটি টাকা দিয়ে দলকে দুঃসময়ে সাপোর্ট দিচ্ছি এমন ডোনার ভেবে একটা সময় আমার ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়ে দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য অনুসারে যদি তৃণমূল বিএনপি থেকে উঠে আসা ত্যাগী,নির্যাতিত এবং দলের জন্য নিবেদিত এবং জনগণের চাওয়াকে প্রাধান্য দেওয়া হয় তাহলে কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) সংসদীয় আসন থেকে মনোনয়ন আমাকেই দিতে হবে ইনশাআল্লাহ। হোসাইনী বলেন,"আমি বিএনপির রাজনীতিতে ৪০ বছর ধরে সক্রিয়ভাবে সম্পৃক্ত আছি,লাকসাম মনোহরগঞ্জের বর্তমান কোন নেতা মূল বিএনপির নয়।আমরা কখনো সুযোগ-সন্ধানী ছিলাম না,গত ১৫-১৬ বছর ধরে ঠিকভাবে আমার এলাকায় যেতে পারিনি।জনগণের কল্যাণার্থে আমি আমার এলাকায় মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান করেছি,সেখানে ইচ্ছে করলেই যেতে পারেনি।কি অপরাধ করেছিলাম আমি। ফ্যাসিবাদের দোসরা আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে"
সংসদ সদস্য হওয়ার সুযোগ পেলে জনগণের জন্য নিজের সর্বোচ্চ টা বিলিয়ে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে এই নেতা বলেন,"মানুষের জন্য কাজ করে তৃপ্তি পাই।মানুষের সুখে-দুঃখে পাশে থাকলে আল্লাহ খুশি থাকেন" ড.হোসাইনী বলেন,আমার আর কোন চাহিদা নেই।বাকি জীবন মানুষের সেবা করেই কাটাতে চাই।জনপ্রতিনিধি হলে সে সুযোগ আরও বেড়ে যায়।আমি অনেক ভালবাসি আমার লাকসাম-মনোহরগঞ্জের মানুষকে।আমার ধ্যান-জ্ঞান, চিন্তা-ভাবনায় সব সময় তারা থাকেন।তাদের প্রত্যাশা পূরণ কল্পেই জনপ্রতিনিধি হতে চাই।তিনি লাকসাম-মনোহরগঞ্জের জনগণকে উদ্দেশ্য করে বলেন,আগামের বাংলাদেশকে নেতৃত্ব দিবেন আমাদের নেতা তারেক রহমান। রবিবার (৩ মার্চ ) মতবিনিময় কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপরোক্ত বক্তব্য প্রদান করেন কুমিল্লা-৯ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে বিএনপি'র দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ড. রশিদ আহমেদ হোসাইনী।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ