নিজস্ব প্রতিবেদক -
বরুড়া উপজেলা রিকশা, সিএনজি,অটো,ভ্যান শ্রমিক ইউনিয়ন গনপ্রজাতন্এী বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তর থেকে অনুমোদিত রেজিষ্ট্রেশন নং কুমিঃ ২২
এর সদস্যদের মাঝে আইডি কার্ডে ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত।
গত ২১ শে মার্চ শুক্রবার সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় বরুড়া উপজেলার খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের আইসিটি ভবনের ৩ য় তলায় সংগঠনের সহ সভাপতি মনিরুল ইসলাম নিজামীর পরিচালনায় সংগঠনের সভাপতি মোঃ হারিসুর রহমানের সভাপত্বিতে প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, শফিকুল আলম হেলাল।
উক্ত সভায় প্রধান অতিথি তার আলোচনায় বলেন, পবিত্র রমজানের শুভেচ্ছা সকলকে,ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল ইনকাম। আপনারা এখানে ড্রাইভার আছেন আপনারা সারাদিন পরিশ্রম করেন একজন যাএী থেকে এক যায়গা থেকে অন্য যায়গায় যাওয়ার জন্য যা ভাড়া নির্ধারন করেন তাই নেন এবং নির্দষ্ট যায়গায় পৌঁছাইয়াই নেন তার আগে বা পড়ে মাঝ পথে নামিয়ে কোন পুরু ভাড়ার টাকা দাবি করেননা। সুতরাং আপনারা যে ভাবে হালাল ইনকামের উপরে থেকে জান্নাতে যাওয়ার পথ সহজ করেন আরো একটু খেয়াল করে যদি ইসলামের ফরয যেমন,নামাজ, রোযা,সৎ থাকা,সত্য বলা, সুদ,ঘুষ,চাঁদাবাজি থেকে বিরত থাকা, সমাজে পরিবারে ইনসাফ কায়েম করা, ইসলামি আন্দোলনে সামিল হওয়া সহ মৌলিক কাজ গুলো একটু শতর্কতার সাথে করলেই আশা করি জান্নাতে যাওয়ার পথ সহজ হয়েযাবে ইনশাআল্লাহ। আল কাছিমু হাবিবুল্লাহ অর্থাৎ শ্রমিকরা আল্লাহর বন্ধু। হাদিসে আছে ধনী লোকদের চেয়ে গরিব লোকেরা ৫০০ বছর আগে জান্নাতে যাবে।
প্রধান অতিথি সকল শ্রমিকদের দাবি অনুযায়ী যাদের সন্তানেরা খাতা কলমের অভাবে লেখা পড়া করতে কষ্ট হয় আমাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। এবং ১৫০ জন ড্রাইভারের মাঝে ঈদ উপহার স্বরুপ লুঈী প্রদান করেন। এবং ১৩৫ জন ড্রাইভার কে আইডি কার্ড ঈদের পূর্বেই সকলের হাতে পৌঁছাইয়া দেওয়ার অংঈীকার করেন এবং সভাপতি কে দায়িত্ব দেন। উক্ত সভায় আরো অনেক দায়িত্ব শীল গন গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। অন্যান্যদের মধ্যে সহ সভাপতি মনিরুল ইসলাম, আব্দুর রব,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক জামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ