🇧🇩 সাংবাদিক হারিসুর রহমান , নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার বরুড়া উপজেলার উদ্যোগে গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ৭ এপ্রিল) বিকাল ৪ টায় বরুড়া পৌরসভার প্রাণকেন্দ্র
বরুড়া বাজার ও বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ও বরুড়া উপজেলার আমীর মাওঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা শুরা সদস্য ও বরুড়া পৌরসভার আমীর অধ্যাপক শাহজালাল,ও বরুড়া উপজেলা সেক্রেটারি মোঃ আবুল কাশেম ও বরুড়া উপজেলা সহকারী সেক্রেটারি মুজিবুর রহমান। অন্যান্য দের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাষ্টার মফিজুল ইসলাম এবং মাওলানা জাকারিয়া।আরো বক্তব্য রাখেন বরুড়া উপজেলার বাংলাদেশ ইসলামি চাএ শিবিরের সভপতি ফরহাদ হোসেন । সমাবেশ শেষে সানরাইজ স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । এসময় বিক্ষোভ মিছিলে আরো অংশ গ্রহন করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাএ শিবিররে প্রত্যেক ইউনিয়ন দায়িত্ব শীল বৃন্দু । সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। এই পরিস্থিতিতে জাতিসংঘ, আইসি এবং আরব লীগের নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক। ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলি সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান। এ ছাড়া গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ