মোঃ নাজমুস সাদ - ষ্টাফ রিপোর্টার
আজ ১০ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় কুমিল্লার হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৮ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে এবং তারা তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন স্লোগান কলেজ প্রাঙ্গনে ওছিনাইয়া বাজার ও রাস্তায় অবরোধ করে থাকেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন আমরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত আমাদের দাবিগুলো সরকারের বিভিন্ন মহল মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় কৃষি উপদেষ্টা, কৃষি সচিব, ডি.আ.ই এর মহাপরিচালক, সকল অধ্যক্ষের কার্যালয় ও ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রধান করেছিলাম। তারা আমাদের দাবি সমূহকে যৌক্তিক বলেছেন এবং তারা আশ্বাস দেন দ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু কর্তৃপক্ষ কোন কার্যকরী পদক্ষেপ আজ পর্যন্ত গ্রহণ করে নাই যার ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা হতাশা গ্রস্থ ভাবে দিন কাটাচ্ছি। শিক্ষার্থীরা আরো বলেন আমরা ভবিষ্যৎ ও শিক্ষা জীবন অন্ধকারে ঠেলে দিতে পারি না। কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ অনুযায়ী আমরা আমাদের দাবি চূড়ান্তভাবে আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করছি।
আমাদের ৮দফা দাবি সমূহ:-
১/ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।
২/উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে গ্যাজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
৩/কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে।
৪/কৃষি ডিপ্লোমা শিক্ষককে ডি.আ.ই এর অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
৫/সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তার পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।
৬/ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০গ্রেড এর পে স্কেল বেতন দিতে হবে।
৭/কৃষি ডিপ্লোমা শিক্ষার্তিদেরকে মাঠ সংযুক্তির ভাতা প্রদান করতে হবে।
৮/উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ