শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে জেন্ডার সংবেদনশীল ও অর্ন্তভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল ২০২৫) শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পিংকি সাহার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন।
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন এবং আলোচনা সম্পর্কে ধারণা প্রদান সহ জেন্ডার সংবেদনশীল বিষয়ে আলোচনা ও উপস্থাপনা করেন, শামীমা আক্তার শাম্মী, প্রজেক্ট এনালিস্ট ইউএনডিপি গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, বাংলাদেশ।
এছাড়াও গ্রাম আদালত আইন-২০০৬ এবং সংশোধিত আইন ২০২৪ নিয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থাপনা করেন, মোঃ আল-ফারুক গাজী, ডিস্ট্রিক্ট ম্যানেজার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, ডিসি অফিস, শরীয়তপুর।
কর্মশালায় রিসোর্স পার্সোন হিসাবে উপস্থিত থেকে গ্রাম আদালত বিষয়ক অংশগ্রহণকারীদের প্রশ্নউত্তর পর্ব পরিচালনা করেন, মোঃ খালেদ মিয়া, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জজ কোর্ট, শরীয়তপর।
এছাড়া গ্রাম আদালত ও পুলিশিং সমন্বয় নিয়ে সেশন পরিচালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ (নড়িয়া সার্কেল) শরীয়তপুর।
এসময় বক্তব্য প্রদান করেন, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার স্থানীয় সরকার শাখা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা তথ্য অফিসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তা সহ সকল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান, মেম্বার, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ