নিজস্ব প্রতিবেদক : ২৪ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) বিকার ৪টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের উদ্যোগে রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর, ন্যায় বিচার কতদূর? শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান আসাদের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কনফেডারেশন এর সাধারন সম্পাদক বাবুল আখতার।
সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থেকে রানা প্লাজা ট্রাজেডি ও তদন্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন গণপ্রাজন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাড. মোঃ আলমগীর হোসেন, শ্রম আইন বিশেষজ্ঞ এ্যাড. সাইদুর রহমান মজুমদার, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক সালেহ বিপ্লব, গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম মাওলা চৌধুরী, আইন সহয়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ শামছুল আলম, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের মহাসচিব মোঃ আল-আমিন শাওন, দোয়েল টিভি ইউএসএ এর পরিচালক, মোঃ নুরুজ্জামান (আকাশ), তরুন রাজনীতিবিদ মোঃ সেলিম প্রমুখ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, ফোরামের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক লায়ন মোঃ জারিফ, যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন রিপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক আয়শা সিহাব, আজীবন সদস্য মোঃ শাখাওয়াত হোসেন, বার্তা প্রবাহ প্রতিনিধি বি এম মকবুল হোসেন, ফোরামের উপ-দপ্তর সম্পাদক মোঃ মেসবা উদ্দিন, ই-ভোরের আওয়াজ প্রতিনিধি শহিদুল ইসলাম সহ ফোরামের অন্যান্য সদস্য, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সকল বক্তা দ্রুত সময়ের মধ্যে রানা প্লাজা ট্রাজেডি সহ সকল শিল্প দুর্ঘটনার বিচার কার্যক্রম শেষ করে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার প্রাপ্তিতে সহয়তায় সরকারের সুদৃষ্টি কামনা করেন।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ