শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময়, ১ মে অনুষ্ঠিত হবে ফ্রি চিকিৎসা ক্যাম্প, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি।
তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
কুমিল্লা, ২৭ এপ্রিল:
আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ সফলভাবে উদযাপনের লক্ষ্যে শ্রম অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের উদ্যোগে আজ এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শ্রম অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন মোঃ আবুল বাসার।
শ্রম অধিদপ্তরের আমন্ত্রণে শ্রমিক নেতৃবৃন্দ পরামর্শ সভায় উপস্থিত হয়ে আসন্ন দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, দক্ষিণ জেলা সভাপতি খাইরুল ইসলাম, উত্তর জেলা সেক্রেটারি মোঃ মোশাররফ হোসেন, কুমিল্লা মহানগর পরিবহন ফেডারেশন (রেজি: ২২২৩) এর সভাপতি এবং মানবিক ড্রাইভার মহিউদ্দিন আহমেদ,
দক্ষিণ জেলা দপ্তর সম্পাদক ইকবাল হোসেন এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক মোঃ মিজানুর রহমান।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন সকাল ৮:৩০ মিনিটে কুমিল্লা টাউন হল মাঠে একটি ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হবে। এরপর টাউন হলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আলোচনা সভা শেষে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের যৌথ কর্মসূচির অংশ হিসেবে শিল্পকলা একাডেমিতে এক বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করা হবে।
শ্রম অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও শ্রমিক সমাজের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্য বাস্তবায়ন করা হচ্ছে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ