জামালপুর জেলা গোয়েন্দা শাখা-২ এর মোঃ নরুল ইসলাম বাদল এর বদলি জনিত বিদায় সংবর্ধনা -
মোঃ আহসান হাবীব সুমন,
নিজেস্ব প্রতিবেদক :
জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব মোঃ নুরুল ইসলাম বাদল, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা-২, জামালপুর এর বদলিজনিত উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
সদ্য বিদায়ী পুলিশ কর্মকর্তা তাঁর বক্তব্যে বর্ণাঢ্য চাকুরি জীবনের স্মৃতিচারন করেন ও চাকুরি জীবনের বদলিজনিত এমন সম্মানজনক বিদায় পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি এবং সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিদায়ী অতিথির পরবর্তী কর্মজীবন ও পারিবারিক জীবনের কল্যাণ কামনা করেন।
পরে বিদায়ী অতিথির হাতে পুলিশ সুপার, জামালপুর এঁর শুভেচ্ছান্তে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর।
এসময় উপস্থিত ছিলেন জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),জামালপুর; জনাব মোঃ রাজু আহম্মেদ, সহকারী পুলিশ সুপার; জনাব আবু ফয়সল মোঃ আতিক, অফিসার ইনচার্জ, জামালপুর থানা; জনাব মোঃ আবুল হোসেন, কোর্ট ইন্সপেক্টর (নিঃ), জামালপুর; জনাব মোঃ গোলাম সারোয়ার, ইনচার্জ, কন্ট্রোল, জামালপুর; জনাব মোঃ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (নিঃ), অপরাধ শাখা,পুলিশ অফিস, জামালপুর; জনাব লুৎফর রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ), ইনচার্জ, ০১ নং পুলিশ ফাঁড়ি, জামালপুর; জনাব মোঃ ইকবাল হোসেন, পুলিশ পরিদর্শক (নিঃ), ইনচার্জ, ০২ নং পুলিশ ফাঁড়ি, জামালপুর; জনাব মোঃ জাহাঙ্গীর কবির, টিআই-১, জেলা ট্রাফিক জামালপুর; জনাব শাহজাদা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (নিঃ), ডিআইও-২, বিশেষ শাখা (ডিএসবি); জনাব মোঃ নাজমুস সাকিব, অফিসার ইনচার্জ, ডিবি-১,জামালপুর।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ