ঝড়ের তাণ্ডবে বরুড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
হুমায়ুন কবির চৌধুরী, বরুড়া থেকে:
গতকাল ২৯ মে মধ্যরাতে ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে কুমিল্লার বরুড়া উপজেলায় ভয়াবহ ঝড় বয়ে যায়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কের উপর ভেঙে পড়ে ৩টি এসপিসি পোল (মাপ ৪০-৫), ফলে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ঘটনাটি নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতি-১, বরুড়া জোনাল অফিসের ডিজিএম রীশু কুমার ঘোষ। তিনি জানান, প্রাথমিকভাবে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অন্যান্য লাইন পরিদর্শন চলছে।
তিনি আরও জানান, এলাকায় আরও অনেক বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, সংযোগতার ছিঁড়ে পড়েছে, বেশ কয়েকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য মিটার ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঝড়ের ফলে বরুড়ার একাধিক গ্রামে বিদ্যুৎহীন অবস্থায় মানুষ দুর্ভোগে পড়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে কাজ করছে পল্লী বিদ্যুৎ সমিতির একাধিক দল।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ