শরীয়তপুরের তুলাসার ইউনিয়নে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ
শরীয়তপুর প্রতিনিধি:
বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুর জেলা বিএনপির অন্যতম সহ সভাপতি, শরীয়তপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও তুলাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন ফকিরের উদ্যোগে তুলাসার ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে ২০২৫) জুম্মা নামাজের পরে তুলাসারের আড়িগাও বাজার কেন্দ্রীয় মসজিদ সহ বিভিন্ন মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিতির মাঝে তবারক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রেজা, তুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দীন কালু খান, বিএনপি নেতা আঃ রব বেপারী, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম সোভন, তুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহালম বেপারী, সাংগঠনিক সম্পাদক হাবিব মগদম, কৃষক দল নেতা ইদ্রিস ছৈয়াল, যুবদল নেতা সজিব, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম সলিল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ।
এব্যাপারে মোফাজ্জেল হোসেন ফকির জানান, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে তুলাসার আড়িগাও বাজার কেন্দ্রীয় মসজিদ সহ ইউনিয়নের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং উপস্থিতির মাঝে তবারক বিতরণ করেছি, আলহামদুলিল্লাহ।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ