বাগমারা দক্ষিণ ইউনিয়ন ৮নং ওয়ার্ড খিল পাড়ায় পানি বন্ধি ৫০ টি পরিবার।
মুহাম্মদ আহসান উল্যাহ
(লালমাই) কুমিল্লা প্রতিনিধি
লালমাই উপজেলার বাগমারা দঃ ইউনিয়নের খিলপাড়ায় ৫০পরিবার পানিবন্ধী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।ভুক্তভোগী প্রায় ২৫০জন পানিবন্ধী অবস্থায় স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী ও মসজিদে নামাজে যাওয়া আসা চরম দূর্ভোগে দিন যাপন করছেন।সরেজমিনে দেখা যায় গত দুই দিনের বৃষ্টির পানিতে চলাচলের রাস্তা সহ ঘর বাড়ির উঠানে হাটু পরিমান পানি,ইতোপূর্বে একটি পাইপের মাধ্যমে (বাগমারা ভুশ্চি রোডের নিচ দিয়ে) পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিলো, কিন্তু হঠাৎ পাইপের পূর্ব প্রান্তে পুকুরে মাটি ভরাট করায় পানি যাওয়া বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় স্থানীয় ভুক্তভোগী পরিবার গুলো পানিবন্ধী অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও),বাগমারা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেন।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ