কুমিল্লা পলিটেকনিকে বৃহত্তর দাউদকান্দি ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠিত
মোঃ আনজার শাহ বিশেষ প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লাস্থ বৃহত্তর দাউদকান্দি (দাউদকান্দি, মেঘনা, তিতাস) ছাত্রকল্যাণ পরিষদের অধীনে কুমিল্লা পলিটেকনিকস্থ বৃহত্তর দাউদকান্দি(দাউদকান্দি-মেঘনা-তিতাস) ছাত্রকল্যাণ পরিষদের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (৩১মে) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গনে একটি সেবামূলক অনুষ্ঠানে
সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব বোরহান উদ্দিন ভূঁইয়ার সুপারিশক্রমে কেন্দ্রীয় সভাপতি মাজহারুল ইসলাম হানিফ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রাসেল আহমেদ রাফি এই কমিটি অনুমোদন করেছেন।
উক্ত কমিটির সভাপতি হয়েছেন ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী রাকিব হোসেন, সহ-সভাপতি মোঃ রায়হান (সিভিল) ও মোঃ শাওন (ইলিক্ট্রিক্যাল), সাধারণ সম্পাদক হয়েছেন সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী যুবায়ের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আহমেদ (ম্যাকানিক্যাল), সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হোসেন (সিভিল), মোঃ জুবায়ের হোসেন (সিভিল), দপ্তর সম্পাদক মোঃ আবু সিদ্দিক (ইলেক্ট্রনিকস), এবং মোঃ ফারহান আহমেদ (সিভিল)।
নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ২ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
ছাত্রদের কল্যাণে গঠিত এই পরিষদ বৃহত্তর দাউদকান্দি অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এই কমিটি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে এবং তাদের স্বার্থ রক্ষায় কাজ করবে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ