মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মশালা অংশ নিলেন উপদেষ্টারা।
মোঃ সুজন বেপারী - মুন্সিগঞ্জে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে অন্তর্ভুক্তিমূলক, মসৃণ ও টেকসই উত্তরণ নিশ্চিত করতে অনুষ্ঠিত হয়েছে এক পরামর্শমূলক কর্মশালা। শনিবার (৩১ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পবিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার কর্মশালার সভাপতিত্ব করেন।
এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বেসরকারি সংস্থা, সিভিল সোসাইটি প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাররা অংশ নেন।
এ কর্মশালাটি আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আওতাধীন ‘সাপোর্ট টু সাস্টেইনেবল গ্র্যাজুয়েশন (এসএসজি)’ প্রকল্প।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যে সম্পন্ন হবে বলে নির্ধারিত রয়েছে। এ উত্তরণ শুধু সময় নির্ভর নয়, এটি হতে হবে অন্তর্ভুক্তিমূলক, মসৃণ এবং টেকসই— যাতে কারও অংশগ্রহণ বাদ না যায় এবং উন্নয়ন প্রবাহ সবস্তরে পৌঁছায়।
তারা আরও বলেন, এ উত্তরণ প্রক্রিয়া সফল করতে হলে কেন্দ্রের পাশাপাশি স্থানীয় পর্যায়ে অংশীদারদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ একযোগে এ লক্ষ্যে কাজ করছে এবং মাঠ পর্যায়ে এ ধরনের কর্মশালা সেই প্রচেষ্টারই অংশ।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ