গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস- ২০২৫ অনুষ্ঠিত
সালমা কুমিল্লা
এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ এর উদ্যোগে ৩০ মে ২৫ শুক্রবার বিকাল ৫ টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও'র পদ্মা হলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আমাদের করনীয়' শীর্ষক আলোচনা,কব প্রেজেন্টেস গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, আব্দুল হাই সরকার, চেয়ারম্যান, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), প্রধান আলোচকের আসন অলংকৃত করেন, বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ডক্টর,মো, আবু তারিক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত বক্তব্য প্রদান করেন, সালাম মাহমুদ, মহাসচিব এজাহিকাফ। উদ্বোধক, গোলাম ফারুক মজনু, চেয়ারম্যান, কমিউনিকেশন অব বাংলাদেশ (কব)। সভাপতিত্ব তো করেন কবি রাজু আলীম, চেয়ারম্যান, গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ (জিএমএফবি)
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা , মোহাম্মদ এজাজ, প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নাসির ইউ মোহাম্মদ, প্রেসিডেন্ট, ঢাকা বোর্ড ক্লাব , মাসুমা রহমান তানি , ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অধ্যাপক কামরুন নাহার পলিন, সিনিয়র পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা), হামদদ বাংলাদেশ, উপদেষ্টা, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডক্টর, মাহবুবুর রহমান মোল্লা প্রতিষ্ঠাতা, ডক্টর, মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) ডঃ মোঃ সাদি-উজ-জামান, ব্যবস্থাপনা পরিচালক, নতুনধরা গ্রুপ, মোঃ জাকির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, হোসেন গ্রুপ।
সমাজ সেবা, আইনগত সহায়তা, আইনজীবি,গুনীজন ও চলচিত্র নির্মাতা, অভিনেতা, গায়ক,নৃত্য শিল্প, সাংবাদিক,শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনৈতিক ব্যক্তিত্ব,ব্যবসায়িক, উদ্যোগতা সহ ইত্যাদি পেশায় অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উক্ত অুষ্ঠানে লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় অঞ্চলের সভাপতি হিসেবে সমাজ সেবা ও আইনগত সহায়তা কাজে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় মোঃআরিফুল ইসলাম সভাপতি, (ল্যাব) প্যানেল আইনজীবী সমন্বয়ক প্রদান কুমিল্লা বিভাগীয় অঞ্চল নির্বাহী পরিচালক বোর্ড সদস্য (অপারেশন অফিসার) লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ ।
আয়োজনে, এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজহিকাফ) গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ (জিএমএফবি)প্রমুখ
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ