নগরীর ফৌজদারি আম গাছতলায় যাত্রী ছাউনির অভাবে চরম দুর্ভোগে এলাকাবাসী
তাপস চন্দ্র সরকার (কুমিল্লা)।।
কুমিল্লা মহানগরীর ফৌজদারি আম গাছতলা নামক স্থানে যাত্রী ছাউনি না থাকায় চরম দুর্ভোগে নগরীর কালিয়াজুরী ও ছোটরা এলাকার বাসিন্দারা।
সরেজমিন ঘুরে দেখা যায়- নগরীর ফৌজদারি আম গাছতলায় যাত্রী ছাউনি কিংবা দোকানপাট না থাকায় রোদ-বৃষ্টিতে সড়কের পাশে ঠায় দাঁড়িয়ে থেকে প্রতিদিন গন্তব্যে যাতায়াত করছেন নারী ও শিশুসহ সাধারণ যাত্রীরা। এছাড়াও সড়কের আশেপাশে যাত্রী ছাউনি কিংবা কোন দোকানপাট না থাকায় অনেকেই মুমূর্ষু রোগী নিয়েও রিকশা কিংবা অটোরিকশার অপেক্ষায় নিরূপায় সড়কের পাশে খোলা আকাশের নিচেই দীর্ঘ সময় অতিবাহিত করেন। যার ফলে সড়কে অপেক্ষমান যাত্রীদের সারা বছরই প্রচন্ড রোদ আর বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রী ছাউনির অভাবে মানুষের ভোগান্তির শেষ নেই।
নগরীর ছোটরা এলাকার বাসিন্দা মোঃ আবু মুছা ভূঞা বলেন- আজ থেকে ১৭/১৮ বছর আগে এই স্থানে একটি আম গাছ ও একটি চৌচালা টিনের ঘর ছিলো। বর্তমানে কোন গাছগাছালি পর্যন্ত নেই। সেই জন্য ছায়ায় দাঁড়ানোর মত কোন ব্যবস্থাও নেই। এ সড়ক দিয়ে প্রতিদিন ছোটরা ও কালিয়াজুরী এলাকায় বসবাসরত শতশত মানুষ যাতায়াত করেন। এ স্থানটিতে একটি যাত্রী ছাউনির ব্যবস্থা করা খুবই জরুরি।
নগরীর কালিয়াজুরী এলাকার বাসিন্দা রিতা রাণী মজুমদার বলেন- নগরীর ফৌজদারি আম গাছতলা নামক স্থানে যাত্রী ছাউনি না থাকায় চরম দুর্ভোগে কালিয়াজুরী ও ছোটরা এলাকার বাসিন্দারা। তাই নগরীর ফৌজদারি আম গাছতলা নামক স্থানে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি প্রয়োজন বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।
বার্তা প্রেরক:
তাপস চন্দ্র সরকার
কুমিল্লা।
০১৭১৪-৩৭৩৬০৫
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ