ঈদে নৌপথে ঘরমূখো মানুষের সার্বিক নিরাপত্তায় ভোলায় কোস্টগার্ডের বিশেষ টহল ও তল্লাশী
আশিকুর রহমান শান্ত, ভোলা
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নৌপথে বাড়ি ফেরা ঘরমূখো মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনোর জন্য ভোলার লঞ্চঘাট ও ফেরিঘাট গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। তারই ধারাবাহিকতায় সোমবার (২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বিশেষ টহল ও তল্লাশী কার্যক্রম পরিচালনা করেছে।
এই কার্যক্রম এর অংশ হিসেবে লঞ্চ ও ফেরিঘাটে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও সন্দেহজনক ব্যক্তি, নৌ-যানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার নাফিজ মো: মুহাম্মদ সাদমান ইউসুফ সাংবাদিকদের জানান, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর, চৌমুহনী, লক্ষীপুরের মজুচৌধুরীর হাট, আলেকজান্ডার, বরিশালের ডিসি ঘাট, উলানীয়া, পুরাতন হিজলা, পটুয়াখালীর অলীপুর, পটুয়াখালী, কালাপাড়া, বাউশিয়া, নোয়াখালীর তমুরুদ্দিন, রাম নেওয়াজ এবং বরগুনা জেলার কাঠছিড়াসহ পাথরঘাটার গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি বলেন, দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়। কোস্টগার্ডের এ কার্যক্রম রাতদিন ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ-উল-আযহা পরবর্তী যাত্রীসাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ