কুমিল্লা জাংগালিয়ায় ২৫০ বছরের পুরানো পুকুর অবৈধ ভাবে ভরাটের অভিযোগ,
মোঃ জুয়েল রানা মজুমদার,
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওযাড ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জাংগালিয়া গ্রামের ২৫০ বছরের পুরাতন পুকুর অবৈধভাবে ময়লা আবর্জনা দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে, অভিযোগ সূত্রে জানা যায়, জাঙ্গালিয়া গ্রামের মৃত মোসলেম মিয়া এবং মোস্তফা এর পরিবারবর্গ, বিভিন্ন সময়ে গরুর গৌবর ও আবর্জনা ফেলে পুকুরটির পানি দূষিত করে আসছে, বর্তমানে পুকুরটিতে মাছ চাষ এবং পানি ব্যবহারের অনুপযোগী পড়েছে, অত্র এলাকার গ্রামবাসীরা বলেন প্রতিনিয়ত গ্রামে এই পুকুর নিয়ে সালিশ দরবার এবং মামলা মোকাদ্দমা চলে আসছে গত আওয়ামীলীগ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে অত্র গ্রামের মোসলেম ও মোস্তফার পরিবার পুকুরটি অভৈধভাবে ময়লা আবর্জনা দিয়ে ভরাট শুরু করে, এলাকার সাধারন লোকজন গোসলের পানি হিসেবে এবং বিভিন্ন কাজে ব্যবহার করত,কিন্তু ভরাটে কারনে পানি ব্যবহার করতে না পারায় জাংগালিয়া গ্রামবাসিরা সকলে এক হয়ে ময়লা ও গৌবর ফেলে পুকুর ভরাট বন্ধ করার জন্য কুমিল্লা জেলা প্রশাসনের ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার, এবং উপজেলা ভূমি কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগের ব্যাপারে অভিযুক্ত মোসলেম ও মোস্তফার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কে পাওয়া যায়নি এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলার ভূমি কর্মকর্তা(এসিল্যন্ট) এর নিকট জানতে চাইলে তিনি জানান আমার কাছে অভিযোগ এসেছে আমি নোট করেছি তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন এসিল্যন্ট তদন্ত করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ