পটুয়াখালীতে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে পবিত্র ঈদ-উল -আযহা উদযাপিত
মোঃ মামুন হোসাইন।
স্টাফ রিপোর্টার
পটুয়াখালীতে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
শনিবার (৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ঈদগাঁহ ও পৌর ঈদ গাঁহ মাঠে পৃথক ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা মডেল মসজিদ, নতুন বাজার এ্যাকোয়ার্ড স্টেট জামে মসজিদসহ বিভিন্ন পৌর এলাকার ঈদগাঁহ মাঠে ও মসজিদে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঈদের নামাজ সম্পন্ন করা হয়।
পটুয়াখালী পৌর ঈদগাঁহ কেন্দ্রীয় ময়দানে ঈদের প্রধান নামাজের ইমামতি করেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাইদ।
এ নামাজে পৌরবাসীকেসহ জেলা বাসীকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ নামাজের পূর্বে পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানান পৌর প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক (উপ-সচিব) জুয়েল রানা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা- আইসিটি) তারেক হাওলাদারসহ প্রায় পাঁচ সহাস্রাধিক মুসুল্লী। এ ছাড়া চরপাড়া জেলা প্রশাসক ঈদগাঁহ মাঠে দ্বিতীয় প্রধান ঈদের নামাজে ইমামতি করেন চরপাড়া বায়তুস সালাম জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো. শহিদুল ইসলাম।
এছাড়া জেলা ও উপজেলার মডেল মসজিদসহ বিভিন্ন স্থানে ঈদের জামায়াতে শত শত মুসুল্লী অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসলিম পরিবারের ঘরে ঘরে পশু কোরবানি করেন এবং ঈদ আনন্দ উপভোগ করেন।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ