মৌলভীবাজারে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত, ১জন সিলেটে আশঙ্কাজনক
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি :
মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা এলাকার বনগাঁও সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৭ জুন) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে শ্যামেরকোনা গ্রামের বনগাঁও এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবেদ মিয়া (২৬) ও কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কামরুল মিয়া (২৭)। আহত হয়েছেন একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ছাদ মিয়ার ছেলে মাহবুব মিয়া।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক জুবেদ ও কামরুলকে মৃত ঘোষণা করেন। মাহবুবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) পার্থ রঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ