মুক্তির দিনই ‘তুফান’ দেখব বলে মনস্থির করেছিলাম। কিন্তু হঠাৎ একটি জরুরি কাজে আটকে যাওয়ায় সম্ভব হয়নি। পরদিন দেখব কিন্তু পান্থপথের স্টার সিনেপ্লেক্সে টিকিট পেলাম না। অগত্যা ‘কাল দেখব’ এই মিথ্যা সান্ত্বনা নিয়েই ফিরতে হলো। মিথ্যা সান্ত্বনা বলছি এ কারণে যে টিকিট যে কালকে পাব, সেই সম্ভাবনাও ক্ষীণ ছিল।
ফলে একপ্রকার খারাপ লাগা নিয়েই বাসা থেকে বের হই। মধুমিতা হলের সামনে পৌঁছাতেই রিকশা থামাতে বলি। ভিড়, টিকিটের জন্য লাইন দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। একটা টিকিটের ব্যবস্থা যদি হয়, এমন একটা আশা নিয়েই রিকশা থেকে নেমে হলের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ চোখে পড়ল এক পরিচিত ব্যক্তি শুকনা মুখে হলের পাশে এটিএম বুথের সামনে দাঁড়িয়ে আছেন। শো শুরু হতে তখনো ৩০-৩৫ মিনিট বাকি।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ