সাহসিক অভিযানে নড়াইলে সেনাবাহিনীর সফলতা: অবৈধ স্নাইপার রাইফেল উদ্ধার, জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান
খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি;
নড়াইলে দীর্ঘ গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণ, এবং বিশ্বস্ত গোয়েন্দা সূত্র থেকে তথ্য জানা যায় যে, পুরুলিয়া গ্রামের সোহান মোল্লা নামের এক ব্যক্তি একটি অবৈধ স্নাইপার রাইফেল ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের উপর প্রভাব বিস্তার করছিল। উক্ত তথ্যের ভিত্তিতে ০৮ জুন রাত ২৩৩০ ঘটিকা হতে ০৯ জুন রাত ০২৫০ ঘটিকা পর্যন্ত নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের সোহান মোল্লার বাড়িতে সেনাবাহিনীর একটি সফল যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সেনাবাহিনীর দুইটি টহল দল ও আইনশৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করে। অভিযানে সেনা সদস্যরা সোহান মোল্লার বাড়িকে ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচে গোপন করে রাখা একটি ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সার সংযুক্ত) উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সোহান মোল্লার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই অভিযানটি একটি উচ্চ-সাহসিকতা ও পেশাদারিত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে। সেনাবাহিনীর এই ধরনের অভিযানে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং
এ ধরনের কার্যকর যৌথ অভিযান ভবিষ্যতেও সন্ত্রাস দমন ও অস্ত্র চক্র নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করেছে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ