শ্যামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কো - অডিনেটর আনছার উদ্দিন খান পাঠান
মোঃ সাখাওয়াত হোসেন মামুন (নেত্রকোনা) প্রতিনিধি
গৌরীপুর উপজেলার ১ নং মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০০০ সালের এস,এস, সি ব্যাচ কর্তৃক ঈদ পুর্ণমিলনী ও আন্তঃস্কুল ব্যাচ দিবা - রাত্রি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ বর্ষ ২০২৫ এর ৮ জুন রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় দিনের রাতের খেলার শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্হার কো- অডিনেটর আনছার উদ্দিন খান পাঠান।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। তিনি বলেন সুস্হ্য দেহ সুন্দর মন গঠনে খেলার কোন বিকল্প নাই। খেলা মানে আনন্দ,খেলা মানে বিনোদন। শারীরিক সুস্হ্যতার জন্য খেলা ধুলার গুরুত্ব অপরিসীম।
এ সময় উপস্হিত ছিলেন এ্যাডভোকেট আনোয়ার কাদির দুলাল, শ্যাম গঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আঃ কুদ্দুস সরকার,অভিবাবক সদস্য ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন খান সুপল্ব,শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,সহকারী প্রধান শিক্ষক মোঃ মাকছুদুল আলম,সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশিদ,সহকারী শিক্ষক গৌবিন্দ বণিক,১৯৭৯ ব্যাচের জাহাঙ্গীর আলম,কালাম মাষ্টার,জলিল মাষ্টার, ওবাইদুল আল মাসুম খোকন
এম এ মনসুর খোকন আকন্দ,এনায়েত কবির,পল্লব খান।
২০০০ ব্যাচের রাস্কিন সহ আসাদুজ্জামান ডানো,রফিকুল ইসলাম আরিফ,
সৈয়দ এস এম ঋজু,নোহাস
খান,পারভেজ,তামিম,সাদ্দাম,রাকিবুল ইসলাম রাকিব,রুবেল হৃয়াদ সহ অত্র স্কুলের শিক্ষার্থী বৃন্দ।
এছাড়াও উপস্হিত ছিল শ্যামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন মিডিয়ার কর্মীরা।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ