শ্রদ্ধা আর ভালবাসায় প্রাণপ্রিয় বরুড়ার এক মানুষ গড়ার কারিগর, শিক্ষক সমাজের উজ্জ্বল নক্ষত্র অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির হোসেন মাষ্টার কে চির বিদায় দিলো বরুড়া বাসী।
ইকরাম হোসেন বরুড়া প্রতিনিধি
১২ই জুন মধ্যরাতে হার্টঅ্যাটাক হলে জরুরী অবস্থায় কুমিল্লা মডার্ন হসপিটালের আই সি ইউ তে ভর্তি করানো হয় এবং পরবর্তীতে গতকাল শুক্রবার সন্ধ্যা ০৭:৪০ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে বরুড়া উপজেলার শিক্ষা পরিবারে নেমে আসে শোকের ছায়া। অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেনের প্রথম জানাযা বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল দশটায় ও দ্বিতীয় জানাযা'র নামাজ বাদ জোহর খোশবাস দঃ ইউনিয়নের জাঙ্গালীয়া কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়ে এর নিজ গ্রাম জাঙ্গালীয়ায় দাফন করা হয়েছে।
উল্লেখ্য শিক্ষক হিসেবে তিনি বরাবর সবার চেয়ে সেরা, যার প্রমান দিলেন কিছুদিন পূর্বে কুমিল্লা কোটবাড়ি উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আই সিটি বিভাগে অনুষ্ঠিত ৬দিন ব্যাপী ইন হাউজ প্রশিক্ষণ কর্মশালা ও কর্ম পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণে কুমিল্লা স্বনামধন্য (সরকারি-বেসরকারী ) ৬০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান কে পিছনে ফেলে প্রথম হয়ে।
গত ৩০শে জানুয়ারি উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষন ইন্সটিটিউটের সহকারী পরিচালক মোঃ আবদুল কাদের মহোদয়ের হাত থেকে এই পুরস্কার গ্রহন করেন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির হোসেন স্যার শিক্ষক জীবন শুরু করেন ১৯৯৩ সলে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে যা চলমান থাকে ১৯৯৫ সাল পর্যন্ত।
এরপর মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে ১৯৯৬ সাল থেকে ২০০৪ পর্যন্ত সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় ইংরেজি শিক্ষক অত্যান্ত যোগ্যতার সহিত দায়িত্ব পালন শেষে ২০১৪ সাল থেকে অদ্যবদী বরুড়া হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং একই সাথে ২০১০ সাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন প্রাপ্ত হয়ে বরুড়া আই লিমিটেড নামে একটি কারিগরি প্রশিক্ষন প্রশিক্ষন সেন্টার পরিচালনা করছেন। যার কল্যানে বরুড়ার হাজার হাজার শিক্ষার্থী আইসিটি সহ নানান বিষয়ে প্রশিক্ষিত দেশ ও প্রবাসে কর্মরত আছেন।
উল্লেখ্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির হোসেন স্যার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে বৃত্তিসহ শিক্ষা জীবন হাতেখড়ি শুরু, এরপর চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক ১৯৮৯ সালে (এস এস সি) ১৯৯৪ সালে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাশ করেন, ১৯৯৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে বি এস এস ডিগ্রি অর্জন করেন, এবং একই বিশ্ব বিদ্যালয় থেকে ২০০১ সালে বিএড ডিগ্রি অর্জন করেন এবং ২০০২ সালে এম এস এস (রাষ্ট্র বিজ্ঞান) ডিগ্রি অর্জন করেন।
২০০৮ সালে উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে এমএড ডিগ্রি অর্জন করেন, ২০১৪ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স সম্পূর্ণ করে ২০১৫ গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া মিডিয়া কোর্স সম্পূর্ণ করে একই বছর উক্ত বোর্ডের অধিনে আমিনশীপ প্রশিক্ষণ অর্জন করেন।
২০০৩ ও ২০০৯ সালে ইংরেজি বিষয়ের উপর ELTIP বিষয়ে দুইবার উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন।
২০১০ সালে মাষ্টার ট্রেইনার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে উপজেলার সৃজনশীল বিষয়ের উপর TQI - SEP এর অধিনে জেলা ও উপজেলার মাষ্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন।যিনি আপন আলোয় সর্বদা আলোকিত এবং এই আলো মুহূর্তে ছড়িয়ে দিয়ে হাজার ছাত্র-ছাত্রীদের করেন অন্যন্য অসাধারণ আত্মবিশ্বাসী ও সৃজনশীল ।
তার মৃত্যুতে বরুড়া নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, ঢাকা জামেয়া ফারুকীয়া মাদ্রাসার মুহতামিম কেন্দ্রীয় ওলামা পর্টির আহবায়ক শায়খুল হাদীস আল্লামা ড. ইরফান বিন তোরাব আলী, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা শফিকুল আলম হেলাল, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (প্রাক্তন) মোঃ সাইফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।
এদিন অধ্যক্ষ মোঃ মনির হোসেনের জানাযার নামাজে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এদিন উপস্থিত ছিলেন বরুড়া সকল মাধ্যমিক পর্যায়ে সকল প্রতিষ্ঠান প্রদান, শিক্ষক, সাংবাদিক , অভিভাবক ও শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ