সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ আনজার শাহ -এর বৌভাত অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ-
নতুন জীবনের পথে পা রাখলেন দৈনিক জাতীয় স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আনজার শাহ।
মঙ্গলবার (১২ জুন) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি হারিসুর রহমান ও সেক্রেটারি শাহজালাল ভুঁইয়া সজিব সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তাদের ফেসবুক পোস্টে সাংবাদিক আনজার শাহ বিয়ের খবর জানান।
সাংবাদিক মোঃ আনজার শাহ কে শুভেচ্ছা জানিয়ে তারা লিখেন-“জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা (সাংগঠনিক) বিভাগের সাংগঠনিক সম্পাদক বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়ন সোনাইমুড়ি গ্রামের সহকর্মী সাংবাদিক মোঃ আনজার শাহ -এর বিবাহের বৌভাত অনুষ্ঠানে উপস্থিত কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব শফিকুল আলম হেলাল সাহেব এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ সচিবালয়ে কর্মরত সাংবাদিক জনাব আবুল বাসার মজুমদার। আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা বিভাগীয় সভাপতি সাংবাদিক হারিসুর রহমান ও বিভাগীয় সেক্রেটারি সাংবাদিক শাহজালাল ভুইঁয়া সজীব। (১২ই জুন ২০২৫ ইং”)
উল্লেখ্য, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড ফেস সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আনজার শাহ -এর সঙ্গে ফৌজিয়া আক্তারের (লিজা) শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। কুমিল্লা বরুড়া পয়েলগাছা ইউনিয়ন ভারুল হাট পুকুরিয়া নিবাসী পিতা: নুরুজ্জামান, মাতা: লুৎফুন্নাহারের দ্বিতীয় কন্যা ফৌজিয়া আক্তার (লিজা)।
কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে বিয়ের বর সাংবাদিক মোঃ আনজার শাহ বলেন, নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে রাসুল (সা.) যে দোয়া পড়তেন,
বিয়ের মাধ্যমে মানুষ নতুন জীবনে পদার্পণ করে। এসময় নতুন বর ও কনেকে অভিবাদন জানায় সবাই। তাদের জন্য বরকত ও কল্যাণের দোয়া করা সুন্নত। রাসুল (সা.) নবদম্পতির জন্য একটি দোয়া পড়তেন।
তা হলো-
بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।
অর্থ: আল্লাহ তোমার জন্য (এই বিয়েকে) বরকতপূর্ণ করুন, তোমার ওপর বরকত বর্ষণ করুন এবং তোমাদের উভয়কে কল্যাণের সঙ্গে মিলিত রাখুন।
উপকারিতা: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, কেউ বিয়ে করলে রাসুলুল্লাহ (সা.) উল্লিখিত দোয়ার মাধ্যমে শুভেচ্ছা জানাতেন।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ