পটুয়াখালীতে সৎ মা ও আপন দাদিকে জ*বাই করে হ*ত্যা; এলাকায় শোকের মাতম
মোঃ মামুন হোসাইন।
স্টাফ রিপোর্টার
পটুয়াখালীতে সৎ মা সহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবি (১২৫) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে আলআমিন (২৭) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক। শুক্রবার দুপুর একটার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পলাতক রয়েছে ওই যুবক। সে ওই গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে আল আমিন তার নিজ বাড়ি থেকে নিখোজ হয়। পরে তাকে ৩ থেকে ৪ দিন আগে খুজে পেয়ে বাড়িতে নিয়ে আসা হয়। আল আমিনকে পাবনা মানসিক হাসপাতারে প্রেরনের জন্য দুপুরে তার বড় ভাই পরিচয় পত্রের জন্য মহিলা ইউপি সদস্যের কাছে যায়। আর তার পিতা কাজের উদ্দেশ্যে অন্যত্র যায়। এ সুযোগে আল আমিন তার সৎ মা ও দাদিকে ঘরে একা পেয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।
পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, “লাশ ময়নাতদন্তে প্রেরনের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আলআমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ