দেবিদ্বারে ব্যারিস্টার রেজভিউল মুন্সী'র উদ্যোগে শহীদ ছাব্বিরের বাড়ির সড়ক সংস্কার
স্টাফ রিপোর্টার
এন সি জুয়েল
জুলাই বিপ্লবে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ছাব্বির হোসেনের বাড়ির সামনের সড়ক সংস্কার করে দিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) এর সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সির ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী। সোমবার (১৬ জুন) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের পানোয়ার পুল থেকে বাখরাবাদ সড়কের দেবিদ্বার অংশের সড়ক সংস্কার করার সময় বিএনপি নেতা ব্যারিস্টার রেজবীউল আহসান মুন্সি ছাড়াও বিএনপি'র কুমিল্লা উত্তর জেলা,উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মী এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।
এ সময় ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী বলেন, এই সড়কটি সড়ক ও জনপদ বিভাগের।কোম্পানীগঞ্জ থেকে ঢাকা যাওয়ার অন্যতম সড়কে এটি।সড়কটির সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ছোট, বড় গর্ত খানা খন্দের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত জনগণের ভোগান্তি লাগবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করে আসছি। তারই অংশ হিসেবে পানোয়ার পুল- বাখরাবাদ সড়কের দেবিদ্বার অংশের শহীদ সাব্বির হোসেনের বাড়ির সামনের সড়ক সংস্কার করে দিচ্ছি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার রেজভিউ আহসান মুন্সি বলেন, জুলাই অভ্যুত্থানে সারা দেশের শহীদ ও আহত পরিবারের উন্নয়নে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। দেবিদ্বারে ১৪ জন শহীদ ও অর্ধ শতাধিক আহত পরিবারের উন্নয়নে এবং তাদের আত্মনির্ভরশীল করার জন্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি'র নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচিত সরকার আসার পর তার পূর্ণাঙ্গ রূপ আপনারা দেখতে পাবেন।
ব্যারিস্টার রেজভিল আহসান মুন্সী বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফার বাস্তবায়ন সহ আমরা সমাজের জনহিতকর কাজগুলো চালিয়ে যাচ্ছি এবং যাবো।
উল্লেখ্য,গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উল্লাসিত জনতা দেবিদ্বার থানা ঘেরাওকালে পুলিশের গুলিতে সাব্বির মাথায় গলিবিদ্ধ হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট সকাল ৯ টায় সাব্বির মৃত্যুবরণ করেন। নিহত আমিনুল ইসলাম সাব্বির দেবিদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের পুত্র।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ