ভোলার বোরহানউদ্দিনে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করল ছাত্রশিবির
মোঃ আশিক পণ্ডিত : বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ
"একটি হলেও বৃক্ষরোপন করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে"
এই স্লোগানকে সামনে রেখে শিবিরের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি আব্দুল জব্বার কলেজ শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ ১৯জুন (বৃহস্পতিবার) সকাল দশটায় বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ প্রাঙ্গণে মোঃ শামীম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জেম হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উদ্যোগকে কলেজের অধ্যক্ষ হিসেবে ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
কলেজ পরিবারের পক্ষ থেকেও জানাচ্ছি সাধুবাদ ও অভিনন্দন। এটাই বৃক্ষ রোপণের উপযুক্ত সময়। বিভিন্ন রকমের গাছের চারা দেখে সত্যিই আমরা মুগ্ধ হয়েছি।
পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানা সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে।
তিনি আরও বলেন, এটি শুধু সরকারের বা পরিবেশবাদী সংগঠনের কাজ নয়। বরং সমাজের প্রতিটি স্তরের সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও মানুষকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছগুলোর যত্ন নিতে হবে।
১-লা জুন থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশে মাসব্যাপী এই বৃক্ষ রোপণ ও বিতরণের অংশ হিসাবে আজ কলেজের বিভিন্ন আঙ্গিনায় হরেক রকমের গাছ লাগানো হয়। পরে তারা প্রায় একশো সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলমূল সহ গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
মোস্তফা কামাল, রফিকুল ইসলাম, সঞ্জিপ কুমার সরকার, নীল কমল, আমিনুল এহসান, ইয়াদ হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন,
ছাত্র শিবিরের পৌরসভা সভাপতি মঈন বিন সাইফুল্লাহ, কলেজ সেক্রেটারী সিয়াম,
অফিস সম্পাদক রেদওয়ান সিকদার,
অর্থ সম্পাদক মেহেদি হাসানসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ