পাঁচবিবিতে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান
মোঃ দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভার তিনমাথা মোড় হতে সোনালী ব্যাংক মোড় পর্যন্ত রাস্তার দুধারে অবৈধভাবে দখল করা ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইউএনওর সঙ্গে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অহিদুল ইসলাম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল হোসেন, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, সহ-সভাপতি আহসান হাবিব এসপি, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সহ-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ নজিবুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অভিযানের সময় রাস্তার পাশে দোকানদার ও পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। বেশ কয়েকটি অবৈধ দখল সরিয়ে নেওয়া হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এ বিষয়ে ইউএনও রোমানা রিয়াজ বলেন,
“ফুটপাত জনগণের চলাচলের জন্য। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না। আমরা এর আগেও মাইকিং করেছি, বারবার অনুরোধ করেছি। আজ অভিযান পরিচালনা করা হয়েছে। যারা নির্দেশনা মানবেন না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, জনদুর্ভোগ লাঘবে পৌর শহরের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ