রাস্তাটির অর্থায়ন কে করছে.?
সাভার উপজেলা নাকি বিএনপি নেতা গোলাম মোস্তফা। জনমনে প্রশ্ন?
মোস্তফা কামাল মজুমদার
ঢাকা আরিচা মহাসড়কের সিএন্ডবি একটি জনগুরুত্বপূর্ণ বাস স্টান্ড। এই সিএন্ডবি স্টান্ড থেকে কলমা হয়ে আশুলিয়া যাওয়ার রাস্তাটি চলাচলের অযোগ্য দীর্ঘ তিন বৎসর যাবত। বিগত আওয়ামী সরকারের সময় রাস্তার টেন্ডার হলেও কাজ অসমাপ্ত রেখে কন্ট্রাক্টর পালিয়ে যাওয়ায় সংস্কার কাজ আর সামনে আগায় নাই। কিন্তু রাস্তাটির অবস্থা এতই নাজুক হয়ে পড়ে যে গর্ভবতী মহিলাগণ এই রাস্তায় চলাচলের ক্ষেত্রে নিরাপদ নয় বলে মনে করেন বিএনপি নেতা গোলাম মোস্তফা। এমনকি অটোরিক্সা ও গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ায় সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তার ভাই যুবদল নেতা ও সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেনকে নিয়ে ব্যক্তি উদ্যোগে রাস্তাটির সংস্কার কাজ শুরু করেন। এতে অর্থায়ন করে সাভার ইউনিয়ন পরিষদ। এমনকি পাশ্ববর্তি রিজভি ফ্যাশন, কাজী ফ্যাশন ও উইন্টার ড্রেস নামের গার্মের্টস প্রতিষ্ঠান। গতকাল ২৫ জুন রাস্তাটির সংস্কার কাজ চলমান অবস্থায় অনলাইন নিউজ গার্ডেন লাইভকে এমন তথ্য নিশ্চিত করেন জনাব গোলাম মোস্তফা। এমনকি এই কাজে সহযোগীতা করায় তিনি রিজভি ফ্যাশনকে বিশেষ ধন্যবাদ জানান এবং সম্পূর্ণ কাজটি সম্পন্য হতে সাত আট লক্ষ টাকা খরচ হতে পারে বলে জানান জনাব মোস্তফা।
আজ ২৬ জুন একই রাস্তার একই কাজ পরিদর্শনে যান সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু বকর সরকার। তিনি উন্নয়ন কাজের তদারকি করেন এবং সাভার ইউনো প্রোফাইলে পোষ্ট করেন। উল্লেখিত পোষ্টের কমেন্টেসে এই প্রতিবেদক প্রশ্ন করলে ইউনো জানান যে এই কাজ হচ্ছে সাভার উপজেলার অর্থায়নে। তাহলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে, উল্লেখিত রাস্তাটির অর্থায়ন আসলে কে করছেন.? সাভার উপজেলা পরিষদ নাকি বিএনপি নেতা গোলাম মোস্তফা.?
এমন প্রশ্নের জবাবে সাভার উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার নিশ্চিত করেন যে, এই রাস্তার অর্থায়ন উপজেলা ফান্ড থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রদান করা হয়েছে। তাহলে ফ্যাক্টরীগুলোর টাকা কোথায় ব্যায় হলো তা জনমনে প্রশ্ন তৈরী করছে। জনাব গোলাম মোস্তফাকে মোঠোফোনে এই প্রতিবেদককে জানান যে, এই রাস্তায় ইউএনও কোন ফান্ড দিয়েছেন মর্মে তার জানা নাই।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ