কোটচাঁদপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ঝিনাইদহের কোটচাঁদপুরে পানিতে ডুবে আলিফ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে উপজেলার কুশনা ইউনিয়নের বহরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের মন্টু রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে মামা-ভাগ্নের একটি পুরোনো দোয়ার (পানির গর্ত/পুকুর) পাশে খেলছিল শিশু আলিফ। হঠাৎ করে সে নিখোঁজ হয়ে গেলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর ওই দোয়ার পানিতে শিশুটির নিথর দেহ ভেসে উঠতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর জামান প্রতীক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে পরিবার যদি কোনো অভিযোগ না করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় না।”
শিশু আলিফের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ