দোয়ারাবাজার সীমান্তে ৪ বাংলাদেশিসহ দুই মানব পাচারকারী আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: নুর মোহাম্মদ
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে চার বাংলাদেশি নাগরিক ও দুই মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে ২৮ বিজিবির বাগানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২২৮/এমপি-এর কাছাকাছি ইদুকোনা এলাকা থেকে তাদের আটক করে।
আটক মানব পাচারকারীরা হলেন– দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে ইমন হোসেন (২২) এবং মৃত আব্দুল মালেকের ছেলে আবুল হোসেন (৫৫)।
অন্যদিকে পাচারের শিকার চারজন হলেন ফরিদপুর জেলার ভাঙা উপজেলার হাজরাকান্দি গ্রামের বাসিন্দা: মৃত মজিদ মোড়লের ছেলে নুর ইসলাম মোড়ল (২০), কুটি মিয়ার ছেলে লিটন মিয়া (৫০), মৃত জাফর মোল্লার ছেলে নজরুল ইসলাম (৪০) এবং মৃত সাইদুর রহমানের ছেলে শাহিন মিয়া (৩০)।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত শাহিন মিয়া পূর্বে একাধিকবার ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এবার সবাই মিলে দলবদ্ধ হয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে ধরা পড়েন। অভিযানের সময় পাচারকারী চক্রের আরও এক সদস্য, ইদুকোনা গ্রামের আরমান হোসেন (২৫), পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ৩-৪ মাস কাজ করতেন এবং পরে দেশে ফিরে আসতেন। অর্থের বিনিময়ে তাদের এ পথে পাচার করতো চক্রটি।
আটকদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ