সিংড়ায় ৪ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস
মোঃ ইব্রাহিম আলী,
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় সেনাবাহিনী ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে সিংড়া বাজারে অবৈধভাবে সংরক্ষিত ও বিক্রয়ের জন্য রাখা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং পুড়িয়ে দেয়া হয়।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে সিংড়া বাজারে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর টহল দল ও উপজেলা মৎস্য দপ্তর।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাজার এলাকার তিনটি দোকানে ব্যাপক তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে উপজেলা কোর্টমাঠ চত্বরে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, উদ্ধারকৃত জালসমূহ তাৎক্ষণিকভাবে উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয় এবং সেনাবাহিনীর উপস্থিতিতে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। চলনবিলের মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ