জীবননগরে ঋণ না পরিশোধ করায় নারীকে বিআরডিবি অফিসে তালাবদ্ধ, উদ্ধার করল পুলিশ!
ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ঋণের টাকা পরিশোধ করতে না পারায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক নারীকে বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) কার্যালয়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। ঘটনায় এলাকায় উত্তেজনা ও সমালোচনার ঝড় উঠেছে।
বাঁকা গ্রামের বাসিন্দা নুরুন নাহার (৪৭) বিআরডিবি থেকে প্রায় ১৪ মাস আগে তিন লাখ টাকার একটি ক্ষুদ্রঋণ গ্রহণ করেন। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ঋণ পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় তিনি ১০ হাজার টাকা নিয়ে অফিসে যান।
অভিযোগ অনুযায়ী, বিআরডিবির মাঠ কর্মকর্তা আবেদা সুলতানা তার কাছে পুরো ঋণ আদায়ে চাপ সৃষ্টি করেন। নুরুন নাহার সময় চাইলে, তিনি কোনো সময় না দিয়ে অফিসের বারান্দায় তালা দিয়ে বন্ধ করে রেখে চলে যান।
স্থানীয়রা জানান, ভুক্তভোগীকে দীর্ঘ সময় ধরে অফিসে তালাবদ্ধ অবস্থায় দেখে তারা জীবননগর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে তাকে উদ্ধার করে।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই এবং তালাবদ্ধ নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিআরডিবি অফিসের কর্মকর্তা জামিল আখতার জানান, “আমি ঘটনা জানার পরে অফিসে যাই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগীর দাবি, “আমি বলেছিলাম কিছু সময় দিলে বাকি টাকা পরিশোধ করব। কিন্তু আমাকে তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। এটা আমার জন্য চরম অপমানজনক।”
ঋণ গ্রহণ: ৩ লাখ টাকা বকেয়া: প্রায় ২ লাখ ৩০ হাজার ঘটনাস্থল: বিআরডিবি অফিস, জীবননগর অভিযুক্ত কর্মকর্তা: আবেদা সুলতানা উদ্ধার: পুলিশ বর্তমান অবস্থা: তদন্তাধীন
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ