আরএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার
পাভেল ইসলাম মিমুলঃ রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
বুধবার (২৪ জুলাই ২০২৫) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সার্জেন্ট থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যান) পদে পদোন্নতি পাওয়া মো: তৌহিদুল ইসলাম এবং উপ-পরিদর্শক (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি পাওয়া মো: আবুল কালাম আজাদকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার।
এসময় তিনি তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
পুলিশ কমিশনার আরও বলেন,“পদোন্নতির সঙ্গে দায়িত্বও বাড়ে। একজন পুলিশ পরিদর্শক হিসেবে জনগণের আস্থা অর্জন,পেশাদারিত্ব বজায় রাখা এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।
তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, শৃঙ্খলা,নেতৃত্ব ও জনগণের সেবায় নিয়োজিত থাকার জন্য দিকনির্দেশনাও প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান,পিপিএম,অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতি পাওয়া মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম,উপ-পুলিশ কমিশনার (সদর) সহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত,শৃঙ্খলাপূর্ণ এবং সম্মাননা-পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত। সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মুখে দায়িত্ববোধের দৃঢ়তা ও দেশের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার ছিল সুস্পষ্ট।
পুলিশ বাহিনীর উন্নয়ন ও পেশাগত উৎকর্ষের ধারাবাহিকতায় এই পদোন্নতি অনুষ্ঠান ছিল একটি অনন্য সংযোজন,যা কর্মকর্তা ও সদস্যদের মনোবল ও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ