ঠাকুরগাঁয়ে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ সার উদ্ধার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:মশিউর রহমান
গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যদের ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়াহাটে ইসরাফিল নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তার মজুত করা গোডাউন হতে বিপুল পরিমাণ অবৈধ সার উদ্ধার করে ।
উক্ত ব্যক্তি অবৈধ ভাবে লাইসেন্স বিহীন সার ব্যবসায়ী হিসাবে দীর্ঘদিন যাবত স্যার মজুদ করে বাজারে স্যারের কৃত্তিম সংকট সৃষ্টি করে আসছিল। উক্ত অভিযানে ৩৪৩ বস্তা টিএসপি সার, ৪৪৭ বস্তা এমওপি, ১৫২ বস্তা ইউরিয়া সার এবং ৫ বস্তা ডিএপি সার, সর্বমোট ৯৪৭ বস্তা সার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১১,২০,৫০০ টাকা।
উক্ত ব্যক্তি বস্তা প্রতি ১৫০০ থেকে ২০০০ টাকা অতিরিক্ত দামে এই সারগুলো সাধারণ কৃষকদের মাঝে বিক্রি করতেন।
উক্ত অভিযানের ফলে ওই এলাকার সাধারণ কৃষকদের মনে স্বস্তি ফিরে আসে। বাজেয়াপ্তকৃত সার আগামী রবিবার কৃষি অফিসারের কার্যালয় হতে সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ