দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
মোঃ আবদুল আউয়াল সরকারঃ দেবিদ্বার প্রতিনিধি
দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫খ্রিঃ) সকাল ১১টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার কালাম হোটেল সংলগ্ন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর দেবীদ্বার প্রতিনিধি মো.আক্তার হোসেন, দৈনিক আজকালের খবর দেবীদ্বার প্রতিনিধি এআর আহমেদ হোসাইন, দৈনিক ভোরের সূর্যদয় দেবীদ্বার প্রতিনিধি মো.রাজিব সরকার, দৈনিক নাগরিক ভাবনা সিনিয়র স্টাফ রিপোর্টার এম জে এ মামুন, মাইটিভি দেবীদ্বার প্রতিনিধি মো.সোহেল রানা, এশিয়ান টিভি দেবীদ্বার প্রতিনিধি মো.নেসার উদ্দিন,দৈনিক বাংলার আলোড়ন দেবীদ্বার প্রতিনিধি আব্দুল আলীম।
এসময় আরও উপস্থিত ছিলেন, উক্ত উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. রুহুল আমিন হাজারী, সাংবাদিক মনির মোশাররফ, সাংবাদিক মো.শাহ জালাল, মো.মামুনুর রশিদ, মো. পারভেছ সরকার, মো. আব্দুল হালিম প্রমূখ।
বক্তব্যে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের ভূমিকা, নিয়মিত রিপোর্টিং, সাংবাদিকদের অধিকার ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, একটি সক্রিয় ও দায়িত্বশীল প্রেসক্লাব গড়ে তুলতে নিয়মিত সভা ও মতবিনিময়ের বিকল্প নেই।
সভায় সর্বসম্মতিক্রমে মাসিক কার্যপরিকল্পনা নির্ধারণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো তুলে ধরতে ও সাংবাদিকতা পেশাকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপস্থিত সকলের সাথে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় পরে বিজয় টিভি দেবীদ্বার প্রতিনিধি মো. এনামুল হক এনামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান এবং সাংবাদিক আব্দুল আউয়াল ভূইয়া, সাংবাদিক মো. শরিফ, মোঃ আবদুল আউয়াল সরকার, মো. আবুল কালামকে সর্বসম্মতি ক্রমে প্রেসক্লাবের নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়।
এসময় বক্তারা আরও বলেন,
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ, অনিয়ম আটকে দেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখায় সমাজের অসঙ্গতি যেমন বন্ধ হয় ঠিক তেমনি অপসাংবাদিকতার হাত থেকে সাংবাদিকতাকে রক্ষা করে সমাজকে বাঁচাতে হবে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ