কেরানীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে:
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
আজ (২৬ জুলাই) রোজ শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের যৌথ আয়োজনে লাখো কন্ঠে শপথ পাঠ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অফিসের অধীনে বিভিন্ন নারী সংগঠন ও ক্লাবগুলোর নেতৃবৃন্দসহ শহীদ রিয়াজের পরিবারের লোকজন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া জুলাই শহীদদের প্রতি একমিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নারী উন্নয়নে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে । সংসারে মা,বোন কঠোর পরিশ্রম করে সংসার সুখ,শান্তি বয়ে আনে, তেমনি নারীর সঠিক সিদ্ধান্ত ও তার ক্ষমতায়নে দেশ এগিয়ে যাবে।
তিনি আরো বলেন নারীদের ক্ষমতায়নে সরকার অনেক উদ্যোগ গ্রহন করেছে। নারীর স্বাধীনতা সংসারে থাকতে হবে। সংসারে বৈষম্য থাকতে পারে না। এতে করে সংসারে সুখ শান্তি ফিরে আসবে। বাল্য বিবাহ চলবে না, বাল্য বিবাহের জন্য মায়েরাই দায়ী। বয়স সন্ধি অবস্থা ছেলেমেয়েরা ভুল সিদ্ধান্ত নিতে পারে, এর জন্য পিতামাতাকে সজাগ থাকার অনুরোধ করেন।
পিতামাতা সচেতন হলে ছেলেমেয়েরা বিপদে পরবে না।
পরিশেষে তিনি বলেন, সংসার সুখী হলে, সুখী হবে সমাজ। এসময় আলোচনা সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিবলীজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল,পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, পরিসংখ্যা কর্মকর্তা বিউটি আক্তার প্রমুখ।
২৬:০৭:২০২৫
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ