কুরআনের আলো সংসদে বাস্তবায়ন করতে চাই --
জামায়াত নেতা মুজিবুর রহমান
মোঃ মামুন হোসাইন
স্টাফ রিপোর্টার
পটুয়াখালী-১ আসন কর্তৃক আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (২৬ জুলাই) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামী এর সভাপতি এ্যাডভোকেট মোঃ নাজমুল আহসানের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী এর অঞ্চল পরিচালক বরিশাল ও সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় শূরার সদস্য অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দীন খান রাযী, অঞ্চল টিম সদস্য সাবেক পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, অঞ্চল টিমের সদস্য পটুয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এম এ সালাম খান।
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন কুরআন এর আলো সংসদে বাস্তবায়ন করতে আমাদের প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে। এ জন্য আজ থেকে কেন্দ্র ভিত্তিক পুরুষ ও মহিলা ভোটার কর্মী সমর্থকদেরকে মাঠে কাজ করতে হবে। কুরআনের আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।
তিনি আরও বলেছেন, যতোদিনে চাঁদাবাজি, চাঁদা নাদিলে হত্যা, সন্ত্রাস, সুদ, ঘুষ দখলবাজি বন্ধ না হবে ততোদিন আমাদের আন্দোলন চলবেই। কুরআনের আইন বাস্তবায়নে ইসলামী দলগুলোর সাথে ঐক্য করতে হবে।
জামায়াত নেতা সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আমরা ২০১৪ ১৮ ও ২৪ সালের দিনের ভোট রাতের ভোট আর দেখতে চাই না, আপনি সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবাই যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ ও পরিস্থিতি নিশ্চিত করবেন।
প্রধান অতিথি সন্ধ্যা রাতে একই স্থানে তাদের সহযোগী শিক্ষকদের সংগঠনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
প্রতিনিধি সম্মেলনে ভোটের কেন্দ্র ভিত্তিক হাজার হাজার নারী- পুরুষ
ভোটার কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ