বগুড়ায় শাবরুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল উচ্চ বিদ্যালয়ের চত্তরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বুধবার (৩০ জুলাই) সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোছা: রাহেলা খাতুন এর সভাপতিত্বে ও আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক বাংলাদেশ সামাচার পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং শাবরুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মমিনুর রশীদ তালুকদার শাইন।
তিনি বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যনেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান, সাবেক প্রধান শিক্ষক গোলাম রব্বানী, অভিভাবক সদস্য নুরুন্নবী , অভিভাবক জাহাঙ্গীর হোসেন, আব্দুল মজিদ, শিউলি পারভীন, শিক্ষক হারুন অর রশীদ, আতাউর রহমান, মনোয়ার হাসান প্রমুখ।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ