বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মানববন্ধন:
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাইয়ের পরিপত্রের মাধ্যমে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সংগঠনের মহাসচিব রেজাউল হক বলেন, “কিন্ডারগার্টেন স্কুলগুলোর প্রতি চরম বৈষম্য করা হচ্ছে, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।”
এসময় আরও বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি ইসকান্দার আলী হাওলাদার, আবুল কালাম আজাদ, ডাক্তার মোঃ হাছান আলী, লায়ন তাজুল ইসলাম, ইস্রাফিল হোসেন, খলিলুর রহমান, শারফুল ইসলাম আকন্দ, সামছুদ্দিন আহাম্মদ সজল ও বেলাল হোসেন ভূঁইয়া।
মোঃ আসিফ চৌধুরী
৩০:০৭:২০২৫
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ