গোবিন্দগঞ্জে সাড়ে সাত কেজি শুকনা গাঁজা সহ আটক- ৩
গাইবান্ধা প্রতিনিধিঃ সাগদুর রহমান
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে সাত কেজি শুকনা গাঁজা সহ ৩ মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আজ বিকেল ৫ টার দিকে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার সেলিম রেজার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ রাজন হোসেন (২০), পিতা-মোঃ মতিউর রহমান, মোঃ আল আমিন বিশ্বাস(৪২), পিতা- মৃত হোসেন আলী ও মোছাঃ আয়েশা খাতুন (৩২), স্বামী - মোঃ আলামিন হোসেন, সর্বসাং- বহরপুর গুচ্ছগ্রাম (আশ্রয়ন প্রকল্প), থানা- ইশ্বরদী, জেলা-পাবনা কে গোবিন্দগঞ্জ পৌরসভার ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে আটক করে।
পরে এদের শরীরে তল্লাশি চালিয়ে প্রতিজনের শরীরে বিশেষ কায়দায় (বডি ফিটিং) অবস্থায় ২.৫ কেজি করে মোট -৭.৫কেজি ( সাড়ে সাত কেজি) শুকনো গাজা উদ্ধার করে।।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেছেন।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ